(ক) আমি প্রতিজ্ঞা পূর্বক ঘোষণা করিতেছি যে, উপরোক্ত বিবরণ সত্য। আমি ইতিপূর্বে উপরোল্লিখিত বিদ্যালয় ব্যতীত অন্য কোন বিদ্যালয়ে অধ্যয়ন করি নাই। এতদসঙ্গে ট্রান্সফার সার্টিফিকেট/ ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রবেশ পত্র সংযোজিত হইল।
(খ) আমি প্রতিজ্ঞা করিতেছি যে , অত্র বিদ্যালয়ের নিয়ম-কানুন ও শৃংখলা
মানিয়া চলিব। অন্যথায় প্রধান শিক্ষকের আইনগত সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া
গণ্য হইবে।
(গ) আমি আরো প্রতিজ্ঞা করিতেছি যে ,স্কুল নির্ধারিত পোশাক পরিধান করিয়া
আসিতে বাধ্য থাকিব।
(ঘ) অত্র বিদ্যালয়ে শিক্ষা সমাপন না করিয়া কোন ছাড়পত্র (বিশেষ কারণ
ব্যতীত ) চাহিব না।