আমাদের বিদ্যালয়টি ফতেফুর গ্রামে উপজেলার সাথে সংযুক্ত পাকা রাস্তার সাথে। বিদ্যালয় ভবনগুলো দক্ষিন ও পূর্বমুখী হয়ে মনোরম পরিবেশে অবস্থিত। পূর্বমুখী ভবনে ১১টি শ্রেনী কক্ষ রয়েছে। ফ্যাসিলিটিজ বিল্ডিংয়ে ১টি অফিস, ১টি লাইব্রেরী, ১টি বিজ্ঞানাগার রয়েছে। ছাত্রীদের জন্য ২টি এবং ছাত্রদের জন্য ২টি পৃথক শৌচাগার ও দুইটি আর্সেনিকমুক্ত টিউবওয়েল রয়েছে। বিদ্যালয়ে একটি খেলার মাঠ রয়েছে। বৃক্ষরাজি দ্বারা পরিবেষ্টিত একটি মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের ইনডেক্স নং ০৭০৬২০১৩০১, ই.আই.আই.এন নং ১০৩৮৯৬, কোড নং ৭৩২৬।
ফতেপুর এলাকায় এর পূর্বে কোন মাধ্যমিক বিদ্যালয় ছিলনা। তৎকালীন সময়ে আলহাজ্ব অহিদুর রেজা চৌধুরী ও মরহুম আঃ রশিদ চৌধুরী সাহেব এবং এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়। সে মতে চৌধুরী সাহেবরা জমি ও অর্থ দান করে প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেন। এরপর এলাকার অন্যান্য লোকদের সহযোগীতা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ০১/০১/১৯৭৩ খ্রিঃ বিদ্যালয়টি স্থাপন করা হয়। ০১/০১/১৯৭৫ খ্রিঃ জুনিয়র হিসাবে স্বীকৃতি লাভ করে। ০১/০৮/১৯৯৫ খ্রিঃ বিদ্যালয়টি মাধ্যমিক হিসাবে এম.পি.ও ভুক্ত হয়। বর্তমানে আলহাজ্ব শাহাদাত হোসেন চৌধুরী সাহেবের সু-দক্ষ পরিচালনার মাধ্যমে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।