১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে-
১. সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব এবং তা সরাসরি সম্প্রচার করা হয়।
৩. শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আজমল হোসেন চৌধুরী, চেয়ারম্যান, ১০ নং ফতেপুর (পূর্ব) ইউনিয়ন পরিষদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ রজ্জব আলী। বাংলাদেশ আওয়ামীলীগ এর একনিষ্ঠ নেতা জনাব মিনহাজুল আবেদীন টুটুলসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিগণ যথাযথ স্বাস্থ্য বিধি মেনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।